ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় শহীদ এম মনসুর আলীর দৌহিত্র রিপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় শহীদ এম মনসুর আলীর দৌহিত্র রিপন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় নেমে নৌকায় ভোট চাচ্ছেন জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম রিপন।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী ও সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর ওয়াপদা দক্ষিণ এলাকায় তিনি গণসংযোগ করেন।

এসময় শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলিমের ছেলে রিপন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সারাদেশের মতো সিরাজগঞ্জেও উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে আবার বিজয়ী করতে হবে।

এসময় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।