ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
বিএনপির সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক সোমবার

ঢাকা: আগামী সোমবার (০৯ অক্টোবর) মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করবে।  

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রোববার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব-পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তাদের সঙ্গে সোমবার ১১টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করবে প্রতিনিধিদলটি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।