ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার তিন ঘণ্টার অনশন বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার তিন ঘণ্টার অনশন বিএনপির

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে শনিবার (১৪ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে তিন ঘণ্টার জন্য প্রতীকী অনশন করবে দলটি।

ওইদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে ঢাকায় এই কর্মসূচি পালন করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মিডয়া সেলের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, ঢাকায় এই অনশন কর্মসূচির অনুমতি চেয়ে গত ১০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে মহানগর উত্তর বিএনপি।

মিডিয়া সেলের পক্ষ থেকে আরো বলা হয়, উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এবিএমএ রাজ্জাকের সই করা চিঠিতে অনশন কর্মসূচির অনুমতি ছাড়াও নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য ডিএমপি কমিশনারের বরাবর অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
ইএসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।