ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন হবে যথাসময়ে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
‘যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন হবে যথাসময়ে’ বক্তব্য দিচ্ছেন এস এম কামাল হোসেন

সাতক্ষীরা: যত ষড়যন্ত্রই হোক না কেন, যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এসএম কামাল হোসেন বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দুইটি চরিত্র ফুটে উঠেছে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ কাল রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে যেভাবে পুলিশ হত্যায় মেতেছিল আবারও তাদের সেই চরিত্র ফুটে উঠেছে। আর একটি দখলদার ইসরাইল বাহিনী গাজায় যেভাবে নিরীহ মানুষ বা হাসপাতালে চিকিৎসাধীন মানুষের ওপর হামলা চালাচ্ছে সেটা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একসময় খুনের রাজত্ব কায়েম করেছিল বিএনপি। তাদের হাত বাঁচতে পারেনি হুমায়ুন কবির বালু, সামসুর রহমানসহ সাংবাদিকরাও।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আগামী ১১ নভেম্বর খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভা সফল করার আহ্বানও জানান।

সভায় সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ ইজাজ আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল হক, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী প্রমুখ।

** বিএনপি হলো পাকিস্তান-ইসরায়েলের প্রেতাত্মা: এসএম কামাল

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।