ঢাকা: ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের গণআন্দোলনে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে রূপনগর থানাধীন ৬, ৭ ও ৯২ নং ওয়ার্ড শ্রমিকদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিমুল বিশ্বাস বলেন, গত ৫ আগস্টে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে রক্তাক্ত রাজপথ ও অসংখ্য জীবন শহীদ হয়েছে; সেই জীবনদানের দুঃসাহসিক দৃষ্টান্ত স্থাপন করে এক অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে আমাদের দেশের ছাত্র-জনতা এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনগণের এই বিজয় সেদিনই স্বার্থক হবে, যেদিন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মুখে হাসি ফুটবে।
তিনি বলেন, স্বাধীনতার পর গত জুলাই আগস্টে ছাত্র-জনতা এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে জীবন উৎসর্গ হয়েছে—এটা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যায়িত হয়েছে।
শিমুল বিশ্বাস আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এই আন্দোলনে যারা জীবন ও রক্ত দিয়েছেন, তাদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সংখ্যা ছিল বেশি। বিএনপির নেতাকর্মীরা যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ ও জীবনদান কখনও বৃথা যাবে না।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছে; জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে। মানুষ ভোট দিতে চায়।
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হোক।
রূপনগর থানা শ্রমিকদলের আহ্বায়ক নূরুল আমিনের সভাপতিত্বে ও সদস্যসচিব শামসুল আলম মিন্টুর সঞ্চালনায় কর্মীসভা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্যসচিব কামরুল জামান।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
টিএ/এমজেএফ