ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সালথায় বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
সালথায় বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের সালথায় বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারদের বুধবার (০১ নভেম্বর) সকালে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে সালথা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- সালথার ভাওয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন কাঞ্চন (৩৮), একই ইউনিয়ন বিএনপির সদস্য বেলায়েত হোসেন টুকু (৫২), সোনাপুর ইউনিয়ন বিএনপির কর্মী বাচ্চু শেখ (৬০), যদুনন্দী ইউনিয়ন বিএনপির কর্মী সোলাইমান (৩০), যদুনন্দী ইউনিয়ন বিএনপির আরেক কর্মী মো. ফিরোজ খান (৪২), আটঘর ইউনিয়ন বিএনপির সদস্য আকরাম মোল্লা (৪৫) ও একই ইউনিয়ন বিএনপির সদস্য বাদশা মাতুব্বর (৫৮)।  

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, গ্রেপ্তারদের বুধবার সকালে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।