ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে ছাত্রদলের ২ নেতাসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
পিরোজপুরে ছাত্রদলের ২ নেতাসহ আটক ৬ সালাউদ্দিন কুমার ও মাহমুদুল হাসান শাহীন

পিরোজপুর: পিরোজপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার (২৮) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান শাহীনসহ (৩০) বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।  

শনিবার (৪ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

জানা গেছে, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারকে গতকাল শনিবার রাত ২টার দিকে জেলার সদর উপজেলার পৌর সভার ধুপপাশা এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক সালাউদ্দিন জেলা যুবদলের সাবেক সভাপতি মৃত নাসির তালুকদারের ছেলে।  

এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান শাহীনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর একটি দল। হাসান জেলা শহরের কালিবাড়ী এলাকার বেলায়েত হোসেনের ছেলে। হাসানকে আটকের সময় তার সঙ্গে থাকা ছাত্রদলকর্মী শামীম হাওলাদারকে আটক করা হয়। আটক শাহীন ও শামীমকে জেলার নাজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও জেলার ভাণ্ডারিয়ায় মো. মিজানুর রহমান (৪৫) নামে এক সংবাদকর্মীকে আটক করা হয়েছে। তিনি দৈনিক যায়যায় দিন পত্রিকার ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশেকুজ্জামান জানান, মিজানুর রহমান সাংবাদিক পরিচয় দিলেও তিনি মূলত জামায়াত নেতা হিসেবে রাজনীতির সঙ্গে জড়িত।

গতকাল রাতে জেলার নাজিরপুর থানা পুলিশ উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল মামুন সর্দারকে (৪২) আটক করা হয়। আটক আল মামুন ওই ইউনিয়নের রামনগর গ্রামের মৃত সাইদুর রহমান সর্দারের ছেলে।  

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, আটকরা নাশকতার ও পরিকল্পনার সঙ্গে জড়িত।  

এদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীনকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।