ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জামায়াত নেতাকে গাড়িতে তুলে নিয়ে পিটিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
জামায়াত নেতাকে গাড়িতে তুলে নিয়ে পিটিয়ে জখম

নাটোর: নাটোরের সিংড়ায় হাফেজ আব্দুর রাজ্জাক নামে এক জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টায় জুমার নামাজের পর উপজেলার কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত আব্দুর রাজ্জাক উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও করচমারিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার একটি সড়কে চোখ বাধা ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায় তারা। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুনেছি তিনি (জামায়াত নেতা) আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে কীভাবে এ ঘটনা ঘটল তা সঠিক বলছে পারছি না। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।