ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

জয়-পরাজয় বড় কথা নয়, পাশে আছি আমৃত্যু থাকব: বাবু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
জয়-পরাজয় বড় কথা নয়, পাশে আছি আমৃত্যু থাকব: বাবু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জনগণের উদ্দেশে বলেছেন, জয়-পরাজয় বড় কথা নয়, আপনাদের পাশে আছি, আমৃত্যু আপনাদের পাশে থাকবো।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার রওযাতুল মুত্তাকীন দাখিল মাদরাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনটি এক কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

বক্তব্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান নজরুল ইসলাম বাবু।

মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ কুতুবুদ্দীন ইসলামের সভাপতিত্বে এবং সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির শাহীন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন সরকার।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।