ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপির ৭ নেতকর্মী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
সিলেটে বিএনপির ৭ নেতকর্মী গ্রেপ্তার গ্রেপ্তার: প্রতীকী ছবি

সিলেট: সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার (১২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের মধ্যে একজন বিএনপি নেতা, যুবদলের একজন এবং ছাত্রদলের পাঁচজন নেতা রয়েছেন।

এছাড়া শনিবার (১১ নভেম্বর) সহিংসতার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর নামোল্লেখ করে আরেকটি মামলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তাররা হলেন- ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবিদ আহমদ, জেলা ছাত্রদল নেতা মীর মো. রিয়াজ, মো. সাকিব, ইয়ামিন আহমদ ও রনি আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য মো. ইসলাম উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।