ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে পিসিজেএসএস'র কোম্পানি কমান্ডার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
রাঙামাটিতে পিসিজেএসএস'র কোম্পানি কমান্ডার আটক

রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের (সশস্ত্র) কোম্পানি কমান্ডার শান্তিময় চাকমাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।  

মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের কে কে রায় সড়ক থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক শান্তিময় চাকমা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী এলাকার বাসিন্দা।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়েছে, আটক শান্তিময় চাকমা জেএসএসর সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য এবং কোম্পানি কমান্ডার। তিনি ভারতে আশিষ চাকমা নামে বেশ পরিচিতি। তবে পিসিজেএসএস গ্রুপে তাকে শ্যামল চাকমা নামে ডাকা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।