ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন ডা. হাবিবে মিল্লাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন ডা. হাবিবে মিল্লাত

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।  

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র তোলেন।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না মনোনয়নপত্র তুলিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।