ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নির্বাচনে না এসে মানুষ হত্যা করছে: সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
বিএনপি নির্বাচনে না এসে মানুষ হত্যা করছে: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে পুলিশ হত্যা করছে, মানুষ হত্যা করছে।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আদিতমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি নির্বাচনে না এসে পুলিশ হত্যা করছে, মানুষ হত্যা করছে। তারা নৈরাজ্যের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করছে। নির্বাচনে না এলে তাদের (বিএনপি) জোর করে আনা সম্ভব না।  

স্বাস্থ্য-শিক্ষাসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় বড় মেগা প্রকল্প শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হয়েছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর প্রতীক নৌকাকে সমর্থন করতে হবে, যোগ করেন মন্ত্রী।

হাজার হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে একই দিন মনোনয়নপত্র জমা দেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সিরাজুল হক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ সামছুল ইসলাম সুরুজের স্ত্রী হালিমা খাতুন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মমতাজ আলী শান্তসহ একাধিক প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।