ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
মানিকগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ: সরকারের পদত্যাগ, ঘোষিত তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধের সমর্থনে মিছিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

অপরদিকে, সকাল ৮টার দিকে মানিকগঞ্জ-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কে দরগ্রাম ও হরিরামপুর সড়কে মিছিল করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে এ ঝটিকা মিছিল করেন নেতাকর্মীরা।  

এ সময় সরকারের পদত্যাগ ও তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।