ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

নৌকার মিছিলে এসে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
নৌকার মিছিলে এসে আ.লীগ নেতার মৃত্যু সংগৃহীত ছবি

বরগুনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মিছিলে গিয়ে নূরুল ইসলাম মুসুল্লী (৬৫) নামে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির মৃত্যু হয়েছে।  

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা পৌরশহরে নৌকার সমর্থনে প্রচারণার মিছিলে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

নুরুল ইসলাম ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি পেশায় একজন কৃষক।

জানা গেছে, সোমবার প্রতীক বরাদ্দের পর সন্ধ্যায় নিজ ওয়ার্ড লতাকাটা এবং ডালভাঙা গ্রাম থেকে দলীয় কর্মীদের নিয়ে মিছিলে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক দলীয় নেতা-কর্মীরা বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে করে বলেন, নুরুল ইসলাম একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত।

বরগুনা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, নুরুল ইসলাম মুছুল্লী দলের পরীক্ষিত নেতা ছিলেন। তৃণমূল পর্যায়ে বিশ্বস্ত কর্মী ছিলেন তিনি। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ শোকাহত।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।