ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে জামায়াতের সাত নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
নীলফামারীতে জামায়াতের সাত নেতাকর্মী কারাগারে

নীলফামারী: নীলফামারীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের গাছবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের জামায়াত কর্মী মো. দুলাল হোসেন (৫৪), নীলফামারী পৌর জামায়াতের সদস্য মো. আজিমুল হক (৩০), পৌর জামায়াতের রোকন লতিফ শাহ (৪০), খোকশাবাড়ী ইউনিয়ন জামায়াতের সদস্য আশরাফ আলী (৪৮), একই ইউনিয়নের সদস্য মো. নুরুজ্জামান (৫০), সদর উপজেলা জামায়াতের রোকন মো. আবু সুফিয়ান (৩৯), পৌর জামায়াতের সদস্য মো. মোনা (২৪)।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভিরুল ইসলাম বলেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।  

মঙ্গলবার দুপুরে আগের মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।