ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দিনাজপুর-৩ আসন

সরকারের দেওয়া প্রতিটি ভাতায় মিশে আছে নৌকা মার্কা: ইকবালুর রহিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
সরকারের দেওয়া প্রতিটি ভাতায় মিশে আছে নৌকা মার্কা: ইকবালুর রহিম

দিনাজপুর: অসহায় মানুষদের সরকারের দেওয়া প্রতিটি ভাতায় নৌকা মার্কা মিশে আছে মন্তব্য করেছেন দিনাজপুর-৩ আসনের নৌকার প্রার্থী ইকবালুর রহিম।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জেলা সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম বলেন, অসহায় মানুষেরা সরকারের বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছেন। প্রতিটি ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত। নৌকা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি-জামায়াতের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত করা হয়েছে। এই সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে। সরকারের দেওয়া প্রতিটি ভাতায় নৌকা মার্কা মিশে আছে।

তিনি আরও বলেন, দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। ‘প্রতিটি গ্রামই এক একটি নগর হিসেবে গড়ে উঠবে। গ্রামের মানুষও উন্নত জীবন পাবে সেটা শেখ হাসিনা সরকার নিশ্চিত করবে। সমগ্র বাংলাদেশই হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। ’ 

কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাসান হাবিব সরকারের সঞ্চালনে বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।