ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার সংসদীয় দলের নেতা হলেন জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
জাপার সংসদীয় দলের নেতা হলেন জি এম কাদের

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে জাতীয় পার্টি (জাপা) তাদের সংসদীয় দলের নেতা পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় উপস্থিত সবার সম্মতি ক্রমে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের। সংসদীয় দলের উপনেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট।  

প্রসঙ্গত, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ এর নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।