ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মিরপুরে অসহায় শীতার্তদের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
মিরপুরে অসহায় শীতার্তদের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

ঢাকা: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের ঈদগা মাঠে আওয়ামী যুবলীগের উদ্যোগে ১ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয় ৷

এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি।

 

এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

এ সময় মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেন, আপনারা যাকে ভালোবেসে, যার ওপর আস্থা রেখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন আপনাদের সেই প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ এ শীতবস্ত্র উপহার হিসেবে দিচ্ছে। শুধু শীত নয় আপনাদের যে কোনো বিপদে-আপদে আমরা সর্বদা আপনাদের পাশেই আছি, পাশেই থাকবো। আপনারা আপনাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত ৷

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।