ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এই সংসদ জনগণের নয়: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এই সংসদ জনগণের নয়: রিজভী রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্বিতীয় বাকশালী সংসদের কলঙ্কিত যাত্রা শুরু। সংসদের সব সদস্যই একদলের।

ডামি নির্বাচনের পর ডামি শপথে অবৈধ সংসদ দেশের গণতান্ত্রিক মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই সংসদ জনগণের নয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, বিরোধীদলকে  (জাতীয় পার্টি) দয়া করে ১১টি আসন ছেড়ে দিয়েছে সরকার। নতুন নতুন অপকৌশলে জনগণকে বঞ্চিত করে ক্ষমতা ধরে রেখেছেন তারা।

তিনি বলেন, আওয়ামী লীগ অপরাধপ্রবণ রাজনৈতিক দল। আওয়ামী লীগের জনভিত্তি ধসে গেছে বলে দলের নেতারা আবোল-তাবোল বক্তব্য দিচ্ছেন।

জনগণের ভোট বর্জন গণতন্ত্রকামীদের বিজয়। অবৈধ সংসদ বাতিল করে লুণ্ঠিত মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ হতে হবে আমাদের বলেও জানান তিনি।

বিভিন্ন এলাকায় কালো পতাকা মিছিলে বাধা দিচ্ছে পুলিশ এমন অভিযোগ করেন রিজভী।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।