ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ফরিদপুরে জিয়া মঞ্চের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা ও মহানগর জিয়া মঞ্চের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে এ কর্মসূচি পালন করেন তারা।
ফরিদপুর মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম,কে আকতার টুটুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) সাজ্জাদ হোসেন শাওন।
নেতারা জানান, কেন্দ্রীয় কমিটির ঘোষণ অনুযায়ী সারা বাংলাদেশে কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তাদের এ কর্মসূচি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালন করবেন তারা।
বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন। এ একটি দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এ জিয়া মঞ্চ জীবিত থাকতে আর স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত হতে দেবো না।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক তারিকুল ইসলাম তারিক ও সদস্য সচিব সৈয়দ ইব্রাহিম আলী।
এছাড়া জেলা ও সব উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
জেএইচ