ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংরক্ষিত নারী আসন: দ্বিতীয় দিনে আওয়ামী লীগের আয় ২ কোটি ৬১ লাখ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
সংরক্ষিত নারী আসন: দ্বিতীয় দিনে আওয়ামী লীগের আয় ২ কোটি ৬১ লাখ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনে মোট ৫২২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।

বুধবার (ফেব্রুয়ারি ৭) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, দ্বিতীয় দিন ঢাকা বিভাগ থেকে ১৬৭, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭, সিলেট থেকে ২২, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮, রংপুর থেকে ৬০, রাজশাহী থেকে ৪৫, খুলনা থেকে ৬৮, বরিশাল থেকে ৩৬ মনোনয়ন পত্র নেওয়া হয়েছে। এ থেকে আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।

সাধারণ আসনের মতো সংরক্ষিত আসনেও দলীয় ফরমের মূল্য ৫০ হাজার টাকা। এর আগে গতকাল মঙ্গলবার মনোনয়ন বিক্রির প্রথম দিন ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet