ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নদীর তীরে গাছে ঝুলছিল আ.লীগ নেতার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
নদীর তীরে গাছে ঝুলছিল আ.লীগ নেতার মরদেহ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর তীরে একটি গাছ থেকে মোকসেদ আলী (৫২) নামে আওয়ামী লীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাধুরবাজার এলাকায় তিস্তা নদীর তীরের ভুট্টা ক্ষেতের পাশে একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোকসেদ আলী ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  

গড্ডিমারী ইউপি সদস্য সফিয়ার রহমান জানান, তিস্তার চরে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে নির্জন ওই আম গাছে আওয়ামী লীগ নেতা মোকছেদ আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মোকছেদ আলীর দুজন স্ত্রী রয়েছেন। যার একজন গড্ডিমারী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য।  

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মর্গের রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।