ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনীতে গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
গাংনীতে গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ  প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে লিচু গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে কাজিপুর কেএনএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে জনৈক খবির উদ্দিনের লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মাসুদ রানা গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কলেজপাড়া এলাকার মহিবুল ইসলামের ছেলে। তিনি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খবির উদ্দিনের লিচু বাগানে একটি গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় মাসুদ রানার মরদেহ ঝুলতে দেখে গাংনী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।  

মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য স্থানীয় আওয়ামী লীগের নেতা মুনছুর আলী বলেন, চার-পাঁচ বছর আগে থেকে মাসুদ রানা মাদকাসক্ত হয়ে পড়েছিল। তিনি বাড়িতে থাকতেন না। এখানে সেখানে ঘুরে বেড়াতেন। অন্যের কাছ থেকে হাত পেতে টাকা পয়সা নিতেন। বৃহস্পতিবার তার মরদেহ গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। আমরা এখনও পুলিশসহ ঘটনাস্থলেই আছি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মাসুদ রানার মরদেহ উদ্ধার করার প্রক্রিয়া চলছে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।