ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

সিরাজগঞ্জ: কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় গত ২৪ ঘণ্টায় ছাত্রদল, যুবদল ও ছাত্রশিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ৯ দিনে জেলায় মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করা হলো।

 

শনিবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা, পুলিশের কাজে বাধা দান, ফাঁড়িতে হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

উল্লেখ্য, কোটা আন্দোলনকে ঘিরে গত ১৮ জুলাই থেকে বিএনপি-ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়। পুলিশ ফাঁড়িতে আক্রমণ, পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে জেলায় ছয়টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সদর থানাতে পুলিশ বাদী হয়ে তিনটি ও আওয়ামী লীগ নেতা বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন।  

অপরদিকে কামারখন্দ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আরও দুটি মামলা দায়ের হয়। এসব মামলায় এজাহার নামীয় ১৩০ জনসহ নয়শ’র ও বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।