ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে কোনো অপশক্তিকে নাশকতা করতে দেবে না বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
ফরিদপুরে কোনো অপশক্তিকে নাশকতা করতে দেবে না বিএনপি

ফরিদপুর: ফরিদপুরে নাশকতা-উত্তেজনা পরিস্থিতির সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।  

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় এ সম্মেলনের আয়োজন করা হয়।  

সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।  

এ সময় শামা ওবায়েদ বলেন, স্বাধীনতার পরে এত বড় বিজয় বাংলাদেশের মানুষ দেখেনি। অনেক আত্মত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন হয়েছে, সে বিজয় ধরে রাখতে হবে। আর তাই এ বিজয়টি নিয়ে যেন কোনো অপতৎপরতা করা না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।  

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা- দেশে যেন কোনো রকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে এক হয়ে কাজ করার কথা বলেছেন। এজন্য আমরা বিএনপির প্রতিটি নেতা-কর্মী একজোট হয়ে দেশের স্বার্থে কাজ করছি। যাতে করে কোনো অপশক্তি হামলা-ভাঙচুর ও নাশকতা করতে না পারে। সংখ্যালঘুদের নিরাপত্তায় আমরা বিএনপির নেতা-কর্মীরা সজাগ আছি। জেলাজুড়ে সম্প্রীতি রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রচারণাও চালানো হচ্ছে।  

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সময়ে বিগত ১৭ বছরে বিএনপি নেতা-কর্মীদের ওপর বিভিন্ন ঘটনা বর্ণনাও করা হয়।

আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইচ্ছা, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি।  

সম্মেলনে ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা, ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।