ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

না. গঞ্জের খানপুর হাসপাতালে ডেঙ্গু টেস্ট কিট দিল জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
না. গঞ্জের  খানপুর হাসপাতালে ডেঙ্গু টেস্ট কিট দিল জামায়াত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ডেঙ্গুরোগীদের জন্য খানপুর হাসপাতালে এক হাজার ডেঙ্গু টেস্ট কিট দিয়েছে মহানগর জামায়াতে ইসলামী।

রোববার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে এ কিটগুলো হাসপাতাল পরিচালক ডা. এম এ বাশারের হাতে তুলে দেওয়া হয়।

মহানগর আমির আব্দুর জব্বার জানান, মানবতার সেবা হিসেবে আমরা খানপুর হাসপাতালের পরিচালক ডা. এম আবুল বাশারের হাতে ডেঙ্গু টেস্ট কিটগুলো তুলে দিয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং জামায়াতে ইসলামীর নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।