ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রুহুল আমিন গাজী ছিলেন সাংবাদিক সমাজের অকৃত্রিম অভিভাবক'

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
‘রুহুল আমিন গাজী ছিলেন সাংবাদিক সমাজের অকৃত্রিম অভিভাবক'

ঢাকা: ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।  

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সাংবাদিক সমাজের অকৃত্রিম অভিভাবক। তিনি আজীবন গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে তিনি সব সময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম একজন আদর্শবান অভিভাবক হারালো।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।