ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

তওবা করো আর কোনোদিন শেখ পরিবারের পেছনে নাচবে না: মামুনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
তওবা করো আর কোনোদিন শেখ পরিবারের পেছনে নাচবে না: মামুনুল হক মঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক

নারায়ণগঞ্জ: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের তওবা করা উচিত। তওবা করো আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করবে না।

তওবা করো শেখ পরিবারের পেছনে আর কোনোদিন নাচবে না। এরা একবার বাকশাল করে তোমাদের কলঙ্কিত করেছে, আরেকবার ২০২৪ সালে গণহত্যা চালিয়ে তোমাদের কলঙ্কিত করেছে।

রোববার (২০ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পঞ্চাশ বছর ধরে রাজনীতি করেন। এ পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশ ও দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা ভাবেন, এদেশের মানুষ তার বাবার খুনি। তার বাবার মৃত্যুর পর এদেশের মানুষ মিষ্টি খেয়ে দেশের সব দোকান খালি করে ফেলেছিল। এজন্যেই তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন।

প্রতিটি বিরোধী দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, সবচেয়ে বেশি তাদের নির্যাতনের শিকার হয়েছে এদেশের আলেম সমাজ। ইসলামী সংগঠনগুলোকে বারবার রক্ত দিতে হয়েছে। গোটা বাংলাদেশে নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে হেফাজতের নেতাকর্মীদের রক্ত দিতে হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রয়োজনে আরও রক্ত দেব, কিন্তু ইসলামের ওপর কোনো আঘাত সহ্য করবো না।

তিনি বলেন, শেখ হাসিনার দোসরদের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। কিন্তু পরাজিত শক্তিরা আজ আবারো মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে। পনেরো বছর আপনারা এদেশের হাজারো মানুষের রাতের ঘুম হারাম করেছেন, বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে থাকতে দেননি। আপনাদের উৎপাতে মানুষ শান্তিতে ব্যবসা করতে পারেনি।

মামুনুল হক বলেন, ২০২৪ সালে শেখ হাসিনা ও তার হাতুড়ি, হেলমেট লীগ যা করেছে তা বিশ্ব দেখেছে। গোটা বাংলাদেশকে তারা মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে। এ হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত বাংলাদেশের যেখানেই আওয়ামী লীগের নাম নিয়ে কোনো কর্মসূচি পালন করতে নামবে, মানুষ তাদের মোকাবিলা করবে।

পতিত স্বৈরাচার ভিনদেশের প্রশ্রয়ে বাংলাদেশে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের দলের ব্যানারে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে সব দল মত মিলে তাদের বিতাড়িত করতে যা করা দরকার তাই করবেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।