ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া সকল মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের সাবেক নেতারা।

সোমবার(২১ অক্টোবর) সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তারা এ বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। এই সকল মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার করতে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এ বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, হাসান আহম্মেদ খান, সাবেক সহ-সভাপতি  এম. এম. নাজমুল হাসান,ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রান, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি  পারভিন মিশু ও লাবনী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা,অক্টোবর ২১, ২০২৪
এসকে/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।