ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হতে হবে: যুবদল সাধারণ সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হতে হবে: যুবদল সাধারণ সম্পাদক

নীলফামারী: যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর অমানবিক নির্যাতন করে দেশ চালিয়েছে। তাদের নির্যাতনে বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন।

ছাত্র আন্দোলনে নির্বিচারে তারা ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাই বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হতে হবে।  

তিনি আরও বলেন, বিএনপি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। তাই এখন আর জনগণকে নেতাদের কাছে আসতে হবে না, নেতারাই জনগণের কাছে পৌঁছে যাবে।

নীলফামারীর ডোমারে সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে ডোমার বাটার মোড়ে ও ডোমার উপজেলা মোড়ে যুবদলের ডোমার উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ পথসভা হয়।
যুবদলের নীলফামারী জেলা সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন। পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

পথসভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে হেঁটে গণসংযোগ করেন যুবদল সম্পাদক নয়ন।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুর ইসলাম নয়ন বলেন, ক্ষমতা পাকাপোক্ত রাখার জন্য আওয়ামী লীগ যাকেই বাধা মনে করতো, তাকে জেলে রেখে নির্যাতন করতো। আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে মানুষকে জাগ্রত করে দিয়েছেন। তার এ নেতৃত্বের ফলে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের প্লাটফর্ম তৈরি হয়েছিল। ফলে সবার প্রচেষ্টায় আবার আমরা স্বাধীনতা লাভ করেছি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।