ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাবিতে কালো মাস্ক পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদ শিবিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ঢাবিতে কালো মাস্ক পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদ শিবিরের কালো মাস্ক ও ক্যাপ পরে ভোরে মিছিল করেন ছাত্রলীগের ১০ জনের মতো কর্মী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো মাস্ক ও ক্যাপ পরে বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের আনুমানিক ১০ জন কালো মাস্ক ও ক্যাপ পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা শুরু হয়।

দুপুরে গণমাধ্যমে এক প্রতিবাদ বিজ্ঞপ্তি দেয় ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের এ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান।

এতে তিনি উল্লেখ করেন, ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের আনুমানিক ১০ জন ক্যাডার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে মিছিল বের করে। ফাঁকা ক্যাম্পাসে মুখ লুকিয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মিছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য চরম হুমকি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৬ বছর ধরে খুন, জুলুম, নির্যাতন, নিপীড়ন ও জুলাই গণহত্যার মধ্য দিয়ে ছাত্রলীগ দেশ ও মানবতার চরম শত্রু হিসেবে প্রমাণিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে রক্তাক্ত হয়েছে অসংখ্য ছাত্র-ছাত্রী। তাই ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করে। ক্যাম্পাসে এই সন্ত্রাসী সংগঠনের বিচ্ছিন্ন মহড়া ছাত্র-জনতার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা জোরদার করা সহ দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১) ক্যাম্পাসে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, বিগত ১৬ বছরের নিপীড়ন-সন্ত্রাস, ছাত্রদের মৌলিক ও মানবাধিকার হরণ এবং জুলাই গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন করে নিষিদ্ধ করতে হবে। ২) ঢাবি ক্যাম্পাস থেকে ১৭ জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ মুক্তকরণ এবং যৌথবাহিনীর নৃশংস হামলার ভয়াবহতা স্মরণ করে ‘১৭ই জুলাই’-কে ‘ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।