ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনা পালায় না বলে প্রমাণ করলেন তিনি পালানোর নেত্রী’

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
‘শেখ হাসিনা পালায় না বলে প্রমাণ করলেন তিনি পালানোর নেত্রী’ বক্তব্য দিচ্ছেন এস এম জিলানী

পঞ্চগড়: দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা বার বার বলেছিলেন পালায় না, গত ০৫ আগস্ট পালিয়ে এখন প্রমাণ করে দিলেন তিনি পালানোর নেত্রী।   

এস এম জিলানী বলেন, বাংলাদেশের যে কয়েকটি অর্থনৈতিক অর্জন ও খাত রয়েছে তার সব কিছু বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই এসেছে।  

তিনি সবার উদ্দেশে বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যখন ২০০৬ সালে শেখ হাসিনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছিলেন, তখন মইনুদ্দিন, ফখরুদ্দিন বার বার নেত্রীকে বলেছিলেন দেশ থেকে চলে যেতে। আমাদের নেত্রী খালেদা জিয়া সেদিন দেশের মানুষের কথা চিন্তা করে, লাখ লাখ নেতা-কর্মীর কথা চিন্তা করে তিনি দেশ ত্যাগ করেননি। সেদিন তিনি দীপ্ত কথা চিন্তা করে বলেছিলেন- ‘বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। যদি মরতে হয় দেশের মাটিতে মরব। যদি বাঁচতে হয় দেশের মাটিতে বাঁচব। এ দেশ ছেড়ে যাব না। ’

এ সময় অন্য বক্তারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা, গুমের শিকার বিভিন্ন কর্মকাণ্ডের কথা উপস্থাপন করে ঘটনাগুলোর প্রতিবাদ জানান। এবং বিএনপিকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে সবার সহায়তা কামনা করেন। পরে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতা-কর্মীরা। কেন্দ্রের বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন বলে জানান তারা।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি নাজমুল আলম নাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ পঞ্চগড় জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।