ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।  

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি জানান, আজ নাসিক ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলী এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে ‘সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অপকর্মের বিরুদ্ধে জনসমাবেশ’ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ শেষ করে নেতারা বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় পৌঁছালে স্বপন মোল্লার নেতৃত্ব অর্ধশতাধিক সন্ত্রাসী অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় সন্ত্রাসীরা ওই তিনজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এমআরপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।