ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

নলডাঙ্গায় সাবেক এমপি শিমুলসহ ১৫ জনের নামে জামায়াত নেতার মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
নলডাঙ্গায় সাবেক এমপি শিমুলসহ ১৫ জনের নামে জামায়াত নেতার মামলার আবেদন

নাটোর: নাটোরের নলডাঙ্গা থানায় সাবেক এমপি শিমুলসহ ১৫ জনের নামে মামলার আবেদন করেছন জামায়াত নেতা ডা. ফজলুর রহমান।

আওয়ামী লীগের আমলের শেষের দিকে জামায়াত নেতা ডা. ফজলুর রহমানকে হত্যার উদ্দেশে ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নলডাঙ্গা থানায় তিনি এ আবেদন করেন।

শফিকুল ইসলাম শিমুল নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা) এমপি ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।  

অভিযোগকারী ডা. ফজলুর রহমান নলডাঙ্গা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক। মামলার আবেদন করার সময় তার সঙ্গে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা. ফজলুর রহমান তার মামলার আবেদনে উল্লেখ করেছেন, ২০২৩ সালের ২৬ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে আসামিরা পথরোধ করে হত্যার উদ্দেশে ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে রেখে যান। দীর্ঘদিন চিকিৎসা শেষে এখনো তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কোনো কারণ ছাড়াই তাকে নির্মম নির্যাতন করা হয়। বিষয়টি তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করেছেন তিনি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, জামায়াত নেতার লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।