ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘দিল্লির দাসত্ব কখনোই কাম্য নয়’ 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
‘দিল্লির দাসত্ব কখনোই কাম্য নয়’ 

মৌলভীবাজার: ‘লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দিল্লির দাসত্ব কখনোই কাম্য নয়।

ভারত সরকারকে বুঝতে হবে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এটা ভুটান কিংবা সিকিম নয়। এটা ভারতের কোনো প্রদেশও নয়। যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে’।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় উগ্রবাদীরা। মরিয়া হয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ৩০ লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ছাত্র-জনতারাই যথেষ্ট। এটা ভারতের কোনো প্রদেশ নয়, যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে।  

আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে ঢুকে উগ্রবাদীদের আক্রমণের ঘটনাটি ন্যক্কারজনক ও অশুভ এক ইঙ্গিত বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।
 
মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের এ বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনা থেকে বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কে সমাবেশে মিলিত হয়।  

এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালি সিদ্দিকি, আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশি মিছবাহউর রহমান, আব্দুল হক, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, আবুল কালাম বেলাল, গাজী মারুফ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ প্রমুখ।

পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা উল্লেখ করে ময়ূন আরও বলেন, ভারতের তাঁবেদার এই স্বৈরাচারিণী শেখ হাসিনা। ভারতে পলায়ন করে শেখ হাসিনা সেখান থেকে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।

এটা ভারতের তাঁবেদার রাষ্ট্র নয়। তাদের মদদপুষ্ট শেখ হাসিনার রাষ্ট্র নয়। এটা একটি গণবিপ্লবের মাধ্যমে গঠিত সরকার। জনগণের ম্যানডেট নিয়ে, জনগণের সমর্থনে একটি সরকার। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দিতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
বিবিবি/এএটি                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।