ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লি: নাসের রহমান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লি: নাসের রহমান

মৌলভীবাজার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। আর এ ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লি।

জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত এ অন্তর্বর্তী সরকার যাতে বিফল হয় সেজন্য একটি পরাজিত গোষ্ঠী দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেজন্য দেশবাসীকে তিনি তাদের পাতা ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।  

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের চাঁদনি কমিউনিটি সেন্টারের সম্মুখে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।  

নাসের রহমান বলেন, ভারতের ৪৯টি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারে লিপ্ত রয়েছে। কারণ বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ইসকনের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। এসব ভারতের মিডিয়া ভুয়া সংবাদ প্রচার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে।

তিনি দেশবাসীর প্রতি প্রশ্ন রেখে বলেন, দেশে কী কোনো হিন্দু ভাইদের নির্যাতন কিংবা মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে? দেশে এ রকম কোনো ঘটনাই ঘটেনি। অথচ ভারতীয় মিডিয়াগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষজন নির্যাতনের শিকার হচ্ছেন বলে দেশকে অস্থিতিশীল করতে মিথ্যা-বানোয়াট সংবাদ প্রচার করছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট করতে চাচ্ছে। তাদের এ পাতানো ফাঁদে আমরা যেন পা না দিই। সেজন্য দেশবাসী সবাই সজাগ থাকতে হবে।  

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের সমন্বয়ক কিশোর দাশ চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী মুজিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, অ্যাডভোকেট আবেদ রাজা, মো. মহসিন মিয়া মধু, আশিক মোসাররফ, মো. হেলু মিয়া, বকসী মিসবাউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
বিবিবি/আরবি       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।