ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে রওয়ানা করেছে বিএনপির ৩ সহযোগী সংগঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে রওয়ানা করেছে বিএনপির ৩ সহযোগী সংগঠন

ঢাকা: অবৈধ আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে রওয়ানা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন।

ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের নেতৃত্বে রোববার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল সহকারে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা।

এর আগে শনিবার (০৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে রোববার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়।

এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আহ্বান জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।