ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ডিসেম্বর) রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে ভুট্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ঢাকা থেকে পলাশবাড়ী এনে আদালতে পাঠানো হয়েছে।  

তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শামিকুল ইসলাম লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুর জব্বার সরকারের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।