ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আন্দোলনে হামলার আসামি গ্রেপ্তার আ. লীগ নেতাকে হাতকড়াসহ ছিনতাই  

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আন্দোলনে হামলার আসামি গ্রেপ্তার আ. লীগ নেতাকে হাতকড়াসহ ছিনতাই  

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে ফারুক হোসেন (৩৮) নামে হাতকড়া পরা অবস্থায় এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।

আসামি ফারুক হোসেন উপজেলার জাবারীপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামি তিনি।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। ফারুককে হাতকড়া পরানোর সময় স্থানীয় কয়েক শ লোক তাকে ছিনিয়ে নিয়ে যায়। পড়ে পাশের বাঁশঝাড় থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।