ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিশৃঙ্খলা লাগিয়ে রাখা অনেকের জন্য ভালো সুযোগ: তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
বিশৃঙ্খলা লাগিয়ে রাখা অনেকের জন্য ভালো সুযোগ: তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নরসিংদী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টমি থেমে নেই।

সেটি আমাদের দেশের ভেতর-বাইর উভয় জায়গাতেই হচ্ছে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, এটা অনেকের জন্য ভালো সুযোগ।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে বিভাগীয় কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।  

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশে যদি দুর্বল জনসমর্থনহীন সরকার ক্ষমতায় রাখা যায়, তাহলে অনেকেই অনেক কিছু লুটেপুটে নিতে পারবে। তবে যারা দেশের কথা বলবে, চিন্তা করবে-এমন কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকেন, তখন দেশের স্বার্থ ও জনগণের স্বার্থ নিরাপদে থাকবে। যারা শকুনের দৃষ্টি দিয়ে দেশটার দিকে তাকিয়ে আছে, দেশের প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে আছে; তখন তারা ১০ বার চিন্তা করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ৫ আগস্ট পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল স্বৈরাচার হটানো। এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করাসহ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কোদাল হাতে মাঠে নেমেছিলেন। সেই দলের নেতা হিসেবে আপনাদের (বিএনপি নেতা-কর্মী) মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে হবে।  

তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যেকোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পেছনে ঘুরতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল, বিএনপির আমলে দেশে ছোট-বড় মিলিয়ে ৮০ হাজার কলকারখানা স্থাপন করা হয়েছে। আমাদের সময় সংবাদপত্র আমাদের বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে দলের বহু নেতা-কর্মীদের বিরুদ্ধে কত কী লিখেছিল। কিন্তু আমরা বলেছি, আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করেছি। আমাদের সময়তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি। যেমন আমাদের বিরুদ্ধে ও আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়েছে। একইভাবে আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম, তখনকি গুম-খুন হয়েছিল? আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ টুকুকে সীমান্তের ওপারে নিয়ে ফেলে দিয়ে আসা হয়েছিল। সংসদ সদস্য ইলিয়াস আলীসহ অনেক নেতা-কর্মীকে গুম-খুন করা হয়েছিল। বিএনপির সময়তো এমন হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী।  

তারেক রহমান বলেন, বিএনপির আমলেই আমরা দেশের শিল্প কারখানার উৎপাদন বাড়িয়েছি। আবার সুযোগ পেলে, আমরাই এই কাজগুলো পুনরায় আরও ভালোভাবে করব।  

তিনি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে প্রয়োজনে ৩১ দফা আরও বাড়ানো হবে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে প্রথমেই জনগণের রায় আমাদের প্রয়োজন। তাই যেকোনো মূল্যে স্ব স্ব অবস্থান থেকে আপনাদের (বিএনপি নেতাকর্মী) জনগণের কাছে যেতে হবে। জনগণের পাশে থাকতে হবে।  

ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে জানিয়ে তারেক রহমান বলেন, চিকিৎসার জন্য কাউকে দেশের বাইরে যেতে হবে না। দেশেই উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সব মানুষ দেশেই স্বাস্থ্যসেবা পাবে। সারা দেশে পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে। এর মধ্যে বেশি নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।  

বর্তমানে যুবসমাজ মাদককে আসক্ত হয়ে যাচ্ছে বিএনপির এক নেতার প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে দেশে খেলাধুলার ব্যবস্থা নেই, ডিবেটিং করার ব্যবস্থা নেয়। যুবকরা তাদের সময় কাটানোর উপযুক্ত কোন সুযোগ পাচ্ছে না। তাদের নিয়ে কোনো উদ্যোগ না নেওয়ার কারণে যুবসমাজ মাদকে জড়িয়ে যাচ্ছে। তারা যেন তাদের মেধা বিকশিত করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা নিয়ে তারেক রহমান বলেন, শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানো হবে। মেধাবীরাই প্রাইমারি স্কুলের শিক্ষক হবেন। তাদের ভালোভাবে প্রশিক্ষণ করানো হবে। প্রতি বছর প্রশিক্ষণের মাধ্যমে তাদের আপডেট করানো হবে। বাচ্চাদের সুনাগরিক করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের।  দেড় কোটি প্রবাসীদের পর্যায়ক্রমে তাদের ভোটের অধিকার বাস্তবায়ন করা হবে। ক্ষমতায় গেলে তাদের এই অধিকার বাস্তবায়নে কাজ করা হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, মনোহরদী বেলাব আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।

** ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান 

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।