ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বৈষম্যবিরোধী সমাজ গঠনে শিবির অগ্রণী ভূমিকা রাখবে: ঢাবি শিবির সেক্রেটারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
বৈষম্যবিরোধী সমাজ গঠনে শিবির অগ্রণী ভূমিকা রাখবে: ঢাবি শিবির সেক্রেটারি বক্তব্য দিচ্ছেন শিবির নেতা

রাঙামাটি: বৈষম্যবিরোধী সমাজ গঠনে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এসএম ফরহাদ হোসাইন।

সোমবার (২৩ ডিসেম্বর)  কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি মাঠে উপজেলা শিবির আয়োজিত ৩৬ জুলাই মুক্তমঞ্চের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাবি শাখার শিবিরের এ নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাইদ, মুগ্ধদের মতো আমরাও শহীদ হতে পারতাম। কিন্তু আল্লাহতায়ালা আমাদের প্রাণে রক্ষা করেছেন বলে এখনো বেঁচে আছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে মেধাবী ছাত্র সমাজ গঠনে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শাফীর সভাপতিত্বে এবং সংগঠনটির কাপ্তাই উপজেলা শাখার সেক্রেটারি মো. ইসরাফিল সৈকতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, জামায়াত ইসলামী কাপ্তাই উপজেলা আমির হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নূর জামাল এবং ছাত্রশিবির চন্দ্রঘোনার সাথী শাখার সভাপতি মো. জুনায়েদ হোসেনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।