ঢাকা: সরকারের অনেকেই ছবি নামাতে, বিশেষ ঘোষণা তৈরিতে যত ব্যস্ত জনজীবনের সংকট সমাধানে তারা ততটা ব্যস্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত সিপিবির মহাসমাবেশে বোমা হামলার ২৪তম বার্ষিকীতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ২০০১ সালে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঢাকায় সমবেত হয়েছিল তাদের কথা তুলে ধরার জন্য। বোমা হামলা চালিয়ে তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পরপর বঙ্গবন্ধু এভিনিউতেও বোমা বিস্ফোরণের খবর বেরিয়েছিল। ওই সময় পত্রপত্রিকায় হত্যাকারীদের নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছিল। সরকার এ হত্যাকাণ্ড সম্পর্কে নানা ধরনের কথাবার্তা সামনে আনার চেষ্টা করে।
বোমা হামলায় হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত, গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
জনজীবনের সংকট দূর করতে মনোযোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব কাজ করার দায়িত্ব এ সরকারের নয়। বরং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি এ সরকারের অনেকেই ছবি নামাতে, বিশেষ ঘোষণা তৈরিতে যত ব্যস্ত। জনজীবনের সংকট সমাধানে তারা ততটা ব্যস্ত নয়। স্বৈরাচারী ব্যবস্থা পতনের লড়াই আমরা দীর্ঘদিন ধরে করছিলাম। এ লড়াইয়ে বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
তিনি দেশের অপরাপর বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনজীবনের সংকট মোকাবিলায় এবং গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। সমাবেশ পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরকেআর/আরআইএস