ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ৭টি তাজা ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
নারায়ণগঞ্জে ৭টি তাজা ককটেল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে ৠাব। তবে ওই সময়ে কাউকে আটক করা হয়নি।



বৃস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে ৠাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

ৠাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে একদল ৠাব সদস্য মুসলিমনগর মধ্যপাড়া মো. আওলাদ হোসেন (৩০) এর নির্মানাধীন বিল্ডিংয়ের নিচতলার সিঁড়ির পাশে পরিত্যাক্ত অবস্থায় ককটেলগুলো রাখা ছিল।

উদ্ধারকৃত ৭টি ককটেলের মধ্যে বড় ২টি ককটেল লাল স্কচপেট মোড়ানো এবং ছোট ৫ টি ককটেল কালো স্কচটেপ দিয়ে মোড়ানো। ধারণা করা হচ্ছে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালীন সময় অজ্ঞাত দুস্কৃতিকারীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহার করার জন্য  ককটেল গুলো উক্ত স্থানে রেখেছিল।

এগুলো বিনষ্ট করা হচ্ছে বলে জানান মাসুদ আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।