ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে খালেদা অবরুদ্ধ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে খালেদা অবরুদ্ধ গাজী মাজহারুল আনোয়ার

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের সংস্কৃতি বিষয়ক সম্পদক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক কাজী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও বর্ষিয়ান নির্মাতা আমজাদ হোসেন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে চেয়ারপারসনের সঙ্গে ঘণ্টাখানেক সাক্ষাৎ শেষে বের হয়ে তারা সংবাদিকদের সঙ্গে কথা বলেন।



এ সময় বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পদক গাজী মাজহারুল আনোয়ার বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে ম্যাডামকে (বিএনপি চেয়ারপারসন) অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

তিনি বলেন, সাক্ষাতে ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি ভালোভাবে কথা বলতেও পারছেন না। তার গলায় ব্যথা। তবে ম্যাডাম জানিয়েছেন, দেশে গণতন্ত্র রক্ষার সংগ্রাম চলছে, এই সংগ্রামে যাতে তিনি দেশবাসীর সাথে থাকতে পারেন, এ জন্য সবার কাছে দ্রুত সুস্থ হওয়ার দোয়া চেয়েছেন তিনি।
সাক্ষাৎকালে খালেদা বলেছেন, ‘আমরা সন্ত্রাসী না, জঙ্গি না আমরা মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করছি। জনগণের পাশে এগিয়ে এসেছি কিন্তু আমাদের এই গণতন্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্যই আমাকে অবরুদ্ধ রাখা হয়েছে। ’

খালেদা জিয়া জানিয়েছেন, দেশের জনগণই সিদ্ধান্ত নেবে মানুষের এই সংগ্রাম ও আন্দোলন পরিচালনার বিষয়ে। খালেদা জিয়া আরও বলেছেন, আগামীতে আন্দোলনের সিদ্ধান্ত নেবে জনগণই।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

** খালেদার সঙ্গে সাক্ষাতে জাসাস নেতারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।