ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগের কেন্দ্রীয় নেতা বুরুজ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
যুবলীগের কেন্দ্রীয় নেতা বুরুজ আর নেই মেজবাহ হোসেন বুরুজ

খুলনা: যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও ঠিকাদার মেজবাহ হোসেন বুরুজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
 
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।



পারিবারিক সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা বুরুজ বেশ কয়েকদিন ধরে বি-ভাইরাস ও ডায়বেটিক রোগে ভুগছিলেন। মাঝে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে কিছুটা সুস্থ হয়ে খুলনায় ফিরে আসেন।

শনিবার দুপুরের পর হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান ভাই-বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বরুজের মৃত্যু সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ ও ১৪ দলের সমন্বয়ক  মিজানুর রহমান মিজান এমপি হাসপাতালে এবং মরহুমের খুলনা মহানগরীর বাগমারা বাসভবনে ছুটে যান। তিনি সেখানে কিছু সময়  অবস্থান করেন এবং শোকাহতদের সান্তনা দেন। এসময়ে হাসপাতাল ও মরহুমের বাসভবনে দলীয় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

মরহুম এস এম মেজবাহ হোসেন বুরুজ গোপালগঞ্জ জেলার সদর থানার মাঝিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মরদেহ শনিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর দারুল উলুম মাদরাসায় জানাজা শেষে গোপালগঞ্জে মাজিগাতি গ্রামে নিয়ে যাওয়া হবে বলে পরিবার সূত্র জানায়। সেখানে জানাজা শেষে মরহুমকে দাফন করা হবে।

এদিকে এস এম মেজবাহ হোসেন বুরুজের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রিয় নেত্রী ও সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, কেন্দ্রিয় নেতা এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ও ১৪দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকির মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, এ্যাড সরদার আনিসুর রহমান পপলু, কামরুজ্জামান জামাল, আকতারুজ্জামান বাবু, কাউন্সিলর আলী আকবর টিপু, মনিরুজ্জামান সাগর, হাফেজ মো. শামীমসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা,  ডিসেম্বর ১৯, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।