ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিশ্ববাসীকে জনসমর্থন দেখাতে চায় সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বিশ্ববাসীকে জনসমর্থন দেখাতে চায় সরকার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন ‘জোর করে পৌরনির্বাচনে জয়লাভ করে সরকার বিশ্ববাসীকে দেখাতে চায় তাদের জনসমর্থন আছে‘।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত 'মহান বিজয় দিবস উপলক্ষে' এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



নোমান বলেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে দলীয় প্রতীকে পৌর নির্বাচন করা সরকারের ভুল সিদ্ধান্ত।

এ সময় তিনি অভিযোগ তুলে জানান, বিএনপি কর্মীরা নির্বাচনের মাঠে কাজ করতে পারছেন না। প্রার্থীরাও নিরাপদে প্রচার চালাতে পারছেন না।

‘৫ জানুয়ারির নির্বাচনের মত পৌর নির্বাচন হলে জনগণ ভোট প্রদান ও নির্বাচন কমিশনের উপর আস্থা হারাবে’ বলেন নোমান।

এছাড়া নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে পৌর নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান নোমান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। তারা সাংবিধানিক ক্ষমতা ব্যবহার না করে নির্বাচনকালীন নিরাপত্তা ও সন্ত্রাস মোকাবেলায় সরকারের সহযোগিতা চেয়েছে।

বর্তমান নির্বাচন কমিশন স্বাধীনতা চায় না এমন মন্তব্য করে তিনি জানান, অনেকেই বলে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এফবি/এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।