ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সারা বিশ্বে জঙ্গিবাদের কারণে মুসলমানরা বিপদে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সারা বিশ্বে জঙ্গিবাদের কারণে মুসলমানরা বিপদে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সারা বিশ্বে জঙ্গিবাদের কারণে মুসলমানরা বিপদে রয়েছে। বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশকেও জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে।

জঙ্গিবাদ রুখে দেওয়ার দায়িত্ব আলেম সমাজের বেশি।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

এই মতবিনিময় সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

খাদ্যমন্ত্রী বলেন, যারা মুসলমানদের শেষ করে দিতে চায়, তাদের কঠোর হাতে দমন করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে সামনে সমূহ বিপদ আছে।

তিনি বলেন, যারা আইএস’র জন্ম দিয়েছে তারাই এখন আইএস দমনে মাঠে নেমেছে। মূল উদ্দেশ্য হলো, তারা মুসলিম দেশগুলোকে ধ্বংস করতে চায়। এখনই তাদের রুখে দিতে না পারলে আমাদের দেশ ইরাক, সিরিয়া বা আফগানিস্তানের মতো ধ্বংস করবে তারা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ও শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈমাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এমআইকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।