ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নজরুলকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
নজরুলকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: মাটিরাঙ্গায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আ’লীগ-বিএনপি।

বুধবার (২৩ ডিসেম্বর) খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন থেকে বিএনপি নেতারা দাবি করেন, এ হত্যাকাণ্ড জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল হক জড়িত।



অন্যদিকে পরিকল্পিতভাবে হত্যার একই কথা বলছেন উপজেলা আওয়ামী লীগ। তারা বলছেন, নিহত নজরুল ইসলাম আওয়ামী যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।

খাগড়াছড়ি জেলা বিএনপির পৌর মনিটরিং সেল কর্তৃক আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত প্রমুখ।

ওয়াদুদ ভূইয়া বলেন, জাহেদুল আলম নিজের ভাইকে খাগড়াছড়ি পৌর নির্বাচনে বসিয়ে দল বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এখন জাহেদুল আলম কেন্দ্রে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপির নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে প্রমাণ করতে চাচ্ছেন তিনি দলের সঙ্গেই আছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, খাগড়াছড়ি পৌর রিটার্নিং অফিসার ও অতিরিক্তি জেলা প্রশাসক এটি এম কাউছার হোসেনের স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের পক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, আচরণ বিধি লঙ্ঘনের লিখিত ও মৌখিকভাবে বার বার অভিযোগ দেওয়ার পরও রিটানিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নিচ্ছেনা।

সংবাদ সম্মেলন থেকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খাগড়াছড়ির দুই পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন করার দাবি জানানো হয়।

এদিকে মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় নিহত নজরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী শামছুল হক বলেছেন, ২০১৪ সালের ১১ নভেম্বর নিহত নজরুল ইসলাম যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিল। এরপর থেকে তিনি আওয়ামী পরিবারের রাজনীতিতে অংশ নেন।

ঘটনার দিন বিকেলে নজরুল ইসলাম রমিজ কেরানীপাড়া ও ইসলাম নগর এলাকায় নৌকা প্রতীকের পথসভায় অংশ নেন। নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় বিএনপি পরিকল্পিতভাবে হত্যা করেছে বলেও তিনি অভিযোগ করেন।

অন্যদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী শরীফা বেগম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় মাটিরাঙ্গা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাতিল করা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির সভা।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয় বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সেই সম্পর্কে আমরা নিশ্চিত হতে পেরেছি।

তবে রাজনৈতিক কারণে হত্যার বিষয়টি নিশ্চিত নয় বলেও জানান তিনি।

এদিকে নিহতের মরদেহ ময়নাদতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।