ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রাজার মতো ক্ষমতায় থাকতে চান হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
‘রাজার মতো ক্ষমতায় থাকতে চান হাসিনা’ ছবি: শাকিল/ বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা:  বিএনপির দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা দীর্ঘদিন ধরে রাজার মতো ক্ষমতায় থাকতে চান। তার দলে ও বাইরে কেউ তার সমালোচনা করতে পারবেন না।

শুধু তিনিই একজন ব্যক্তি-যখন যা চাহে মন যা । ’

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর একটায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সাংবিধানিক বিতর্ক ও বিচার ব্যবস্থার ভবিষ্যত বিষয়ক এ আলোচনায় সভায় রিজভী বলেন, ‘সরকারি দলের লোকেরাও তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে কথা বলেছেন। কিন্তু একমাত্র তিনিই (প্রধানমন্ত্রী) রাজি নন।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক চিফ হুইফ শাহ মোয়াজ্জেম হোসেন ছাড়াও লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, মোসলেম উদ্দিন, উম্মে হাবিবা রহমান, শামসুদ্দিন পারভেজ প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।